সৎ ও নেক সন্তান লাভের দোয়া


সৎ নেক সন্তান লাভের জন্য করণীয় : -
সন্তান সৎ নেক হওয়ার অন্যতম শর্ত হচ্ছে, সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই কিছু বিধিমালা মেনে চলা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তাবিদরা তাদের মতে পরিবারের আদর্শ শিক্ষার ওপর নির্ভর করে ভবিষ্যতে সন্তানটি কেমন হবে তবে গর্ভবতী মা বাবার ওপর বিষয়টি অনেকাংশেই জড়িত
অর্থাৎ সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তখন ভ্রুণ অবস্থা থেকে মায়ের যাবতীয় আমল আখলাক গর্ভে থাকা সন্তানের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে তাই এক্ষেত্রে গর্ভবতী মায়ের প্রধান কর্তব্য হচ্ছে, গোনাহ আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা আর বাবার দায়িত্ব হচ্ছে, স্ত্রী-সন্তানের জন্য হালালভাবে উপার্জিত সম্পদ দিয়ে পরিবারের ব্যয় বহন করা
ছাড়া আরও কিছু পালনীয় বিষয় হলো-
. সন্তান গর্ভে থাকা অবস্থায় তার মঙ্গলকামনায় বেশি বেশি দোয়া করা আল্লাহর রহমত কামনা করা
. প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত করা
. প্রতিদিন ফজরের নামাজের পর এবং রাতে ঘুমানোর পূর্বে ১১ বার সূরা ইখলাস পাঠ করা
. প্রতিদিন সকাল-সন্ধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পাঠ করা
. যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা 
. দান-খয়রাত করা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.