পুত্র সন্তান লাভের দোয়া

পুত্র সন্তান লাভের জন্য হযরত ইব্রাহিম (আঃ) এর দোয়া
সন্তান আল্লাহর দেয়া আমাদের অন্য রকম নেয়ামত পুত্র হোক আর কন্যা সন্তান তো সন্তানই তারপরও যে কোন একজনই আমরা আশা করি আল্লাহর কাছে একজনকেই চাই সেক্ষেত্রে যারা পুত্র সন্তান নিতে চান তাদের জন্য দেয়া হল হযরত ইব্রাহিম (আঃ) এর একটি দোয়া বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন তাঁকে নেক পুত্র সন্তান দান করলেন যা বিস্তারিত এসেছে সুরা সফফাতে

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য হযরত ইব্রাহিম (আঃ) পুত্রসন্তান লাভের আবেদনটি তুলে ধরেছেন যাতে বান্দা দোয়ার মাধ্যমে তাঁর নিকট সন্তান কামনা করতে পারে দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সালিহিন’ (সুরা সাফফাত : আয়াত ১০০)
অর্থ : হে আমার লালন পালনকারী! আমাকে এক সৎপুত্র দান করুন

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.