99. Surah Al-Zalzalah Bengali translation and pronunciation

৯৯. সুরা যিলযাল Al-Zalzalah

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[99:1]
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
[99:2]
যখন সে তার বোঝা বের করে দেবে
[99:3]
এবং মানুষ বলবে, এর কি হল ?
[99:4]
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
[99:5]
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন
[99:6]
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়
[99:7]
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
[99:8]
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে


No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.