১১৩ : সূরা আল-ফালাক বাংলা অনুবাদ ও বাংলা উচ্চারণ


সুরা নং- ১১৩ : আল-ফালাক

সূরা আল-ফালাক বাংলা অনুবাদ ও বাংলা উচ্চারণ


উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম
ক্বুল আউযু বিরাব্বিল ফালাক।
মিন শাররি মাখালাক্ব।
ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা অক্বাব।
ওয়া মিন শাররিন নাফ্ফাসাতি ফিল্ উকাদ।
ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
বাংলায় অনুবাদ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নামে শুরু করছি।
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

3 comments:

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.