আয়াতুল কুরসী

আয়াতুল কুরসী :

আয়াতুল কুরসী (آية الكرسي হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াতটি। এটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামিক বিশ্বের এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয়। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করে।

আরবি ভাষায় :

বাংলা উচ্চারণ : 
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূম লা তাখুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম লাহু মা ফিস্-সামাওয়াতি ওয়ামা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা ‘ইন্দাহু ইল্লা বি-ইয্নিহি ইয়ালামু মা বায়না আয়দীহিমওয়ামা খালফাহুমওয়ালা ইউহীতূনা বিশাইয়িম্-মিন ‘ইলমিহী ইল্লা বিমা-শা’-ওয়াসি কুরসি-ইয়ুহুস্সামা-ওয়া-তি ওয়াল আরদওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়ুল ‘আযীম (বাক্বারাহ২/২৫৫)
বাংলা  অনুবাদ :
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেইতিনিই চিরঞ্জীবযাবতীয় সবকিছুর ধারক  তাঁকে তন্দ্রাও স্পর্শ করতেপারে না এবং নিদ্রাও নয়  আসমান  যমীনে যা কিছু রয়েছেসবই তাঁর  কে আছ এমনযে সুপারিশ করবেতাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া ? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন  তাঁরজ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে নাকিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন  তাঁরসিংহাসন সমস্ত আসমান  যমীনকে পরিবেষ্টিত করে আছে  আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয় তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান  (বাক্বারাহ /২৫৫
জান্নাতের দরজা
আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিততিনি বলেনআল্লাহর রাসূল বলেছেন: “যে ব্যক্তি প্রতি ফরয নামাযশেষে আয়াতুল কুরসী পড়েতার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না। (সহীহ আল্ জামে :৬৪৬৪হজরত আলী (রা.) বলেনআমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছিযে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতেরপর আয়াতুল কুরসি নিয়মিত পড়েতার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি  আয়াতটিবিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরেপ্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায়রাখবেন। (সুনানে বাইহাকী )
মর্যাদাসম্পন্ন মহান আয়াত
আবু জর জুনদুব ইবনে জানাদাহ (রা.) নবী (সা.) জিজ্ঞেস করেছিলেনহে আল্লাহর রাসূল (সা.)! আপনার প্রতিসবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছেরাসূল (সা.) বলেছিলেনআয়াতুল কুরসী। (নাসায়িউবাই বিন কাব থেকে বর্ণিত:নবী (সা.) উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন: “ তোমার কাছে কুরআনমজীদের কোন আয়াতটি সর্ব মহানতিনি বলেছিলেন: (আল্লাহু লা ইলাহা ইল্লা হুআল্ হাইয়্যূল কাইয়্যূমতারপর রাসূলুল্লাহ্ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেনআবুল মুনযিরএই ইলমের কারণে তোমাকেধন্যবাদসহীহ মুসলিম ১৭৫৫)
শয়তানের প্রভাব থেকে বাঁচার আয়াত
হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত :রাসুল (সা.) বলেছেন:সুরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছেযে ঘরেআয়াতুল কুরসী পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। (মুসতাদরাকে হাকিম:২১০৩)
যিকিরের আয়াত
উবাই ইবনে কা (রাঃহতে বর্ণিততাঁর এক খেজুর রাখার থলি ছিল। সেটায় ক্রমশ তার খেজুর কমতে থাকত।একরাতে সে পাহারা দেয়। হঠাৎ যুবকের মত এক জন্তু দেখা গেলেতিনি তাকে সালাম দেন। সে সালামের উত্তরদেয়  তিনি বলেনতুমি কি ? জিন না মানুষসে বলেজিন। উবাই (রাঃতার হাত দেখতে চান। সে তার হাতদেয়। তার হাত ছিল কুকুরের হাতের মত আর চুল ছিল কুকুরের চুলের মত। তিনি বলেনএটা জিনের সুরত। সে(জন্তুবলেজিন সম্প্রদায়ের মধ্যে আমি সবচেয়ে সাহসী। তিনি বলেনতোমার আসার কারণ কিসে বলেআমরা শুনেছি আপনি সাদকা পছন্দ করেনতাই কিছু সাদকার খাদ্যসামগ্রী নিতে এসেছি। সাহাবী বলেনতোমাদের থেকে পরিত্রাণের উপায় কিসে বলেসূরা বাকারার এই আয়াতটি (আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুআলহাইয়্যূল কাইয়্যূম), যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বেসকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে। আর যে ব্যক্তিসকালে এটি পড়বেসন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে। সকাল হলে তিনি রাসূলুল্লাহ্ কাছে আসেনএবং ঘটনার খবর দেন। রাসূলুল্লাহ্ বলেনখবীস সত্য বলেছে” ( সহীহুত্ তারগীব:/৪১৮)
আয়াতুল কুরসীর অঙ্গ রয়েছে
উবাই বিন কাব থেকে বর্ণিত:নবী কারীম (সাঃবলেছেনআল্লাহর কসম! যার হাতে আমার প্রাণ আয়াতুলকুরসীর একটি জিহবা  দুটি ঠোট রয়েছে এটি আরশের পায়ার কাছে আল্লাহর প্রশংসা করতে থাকে। মুসনাদেআহমদ২১৬০২

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.