আয়াতে শিফা "সকল রোগের মহৌষধ ছয়টি আয়াত"

আয়াতে শেফা সকল রোগের চিকিৎসা

আয়াতে শিফা, রোগ নিরাময়ে আয়াতে শিফার বিকল্প নেই।







আয়াতে শিফা
 ওয়া ইয়াশফী ছুদুরা কউমিম মুমিনীন ওয়াশিফাউল লিমা ফিছছুদুর ইয়াথরূজু মিম বুতুনিহা শারাবুম মুখতালিফুন আল ওয়ানুহূ  ফীহি শিফাউল লিন্নাছ ওয়ানুনাযাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনীন ওয়া ইযা মরিদতু ফাহুয়া ইয়াশফীন কুল হুয়া লিল্লাযীনা আমানূ হুদাও

কোরআন শরিফের মাঝে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-বিমারের জন্য শিফা স্বরূপ তাই কোরআনের সেসব আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে শিফা [রোগ মুক্তি] চাওয়া উচিৎ এগুলো দিয়ে রোগের চিকিৎসা করার সময় পূর্ণ একিন পূর্বশর্ত এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না তাহলেই কেবল এসব আয়াতের দ্বারা রোগমুক্তি লাভকরা সম্ভব হবে!!

উল্লেখ্য যে, অসুস্থ হওয়ার পূর্বেই নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়া উচিত এবং সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করা উচিত আর অসুস্থ হয়ে গেলে অসুস্থতা নিজের কারণে এসেছে বলে বিশ্বাস করা এবং সুস্থ হয়ে উঠলে সুস্থতা আল্লাহ তায়ালার দান বলে বিশ্বাস করা উচিত কারণ কোরআনের মাঝে প্রকাশ্য- অপ্রকাশ্য সব রোগেরই শিফা রয়েছে!!

No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.