নামাজের ওয়াক্ত ও রাকাত
নামাযের ওয়াক্ত ও রাকাত :
নামাজ ইসলাম ধর্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়) নামাজ আদায়করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরয্। নামায ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ্ বাবিশ্বাসের পর নামাযই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ।
কোন ওয়াক্ত-এর নামাজ কয় রাকাত তা দেয়া হল :
নাম
|
সময়
|
ফরযের পূর্বে সুন্নত
|
ফরয
|
ফরযের পর সুন্নত
|
||
সুন্নী
|
শিয়া
|
সুন্নী
|
শিয়া
|
|||
ফযর(فجر)
|
সুবহে সাদিক হতে সূর্য ওঠার আগপর্যন্ত।
|
২ রাকাত
|
২ রাকাত
|
২ রাকাত
|
-
|
২ রাকাত
|
যোহর(ظهر)
|
সূর্য মাথার ওপর থেকে পশ্চিমে ঢলেযাওয়ার পর হতে শুরু করে যতক্ষণপর্যন্ত কোন জিনিসের ছায়া সেইজিনিসের সমান না হয় ততক্ষণ পর্যন্ত(মুসলিম)
|
৪ রাকাত
|
৪ রাকাত
|
৪ রাকাত
|
২ রাকাত
|
-
|
আসর(عصر)
|
কোন জিনিসের ছায়া সমপরিমাণ হয়েযাবার পর দ্বিগুণ হতে শুরু করা থেকেসূর্য ডোবা পর্যন্ত [মুসলিম]
|
৪ রাকাত
|
৪ রাকাত
|
৪ রাকাত
|
-
|
-
|
মাগরিব(مغرب)
|
সূর্য ডোবার পর থেকে পশ্চিমআকাশের লাল আভা দূর না হওয়াপর্যন্ত (মুসলিম, মেশকাত, ৫৯)
|
-
|
৩ রাকাত
|
৩ রাকাত
|
২ রাকাত
|
৩ রাকাত
|
এশা(عشاء)
|
রসূলূল্লাহ (স.) বলেন, পশ্চিমআকাশের লাল আভা দূর হাবার পরঅর্ধেক রাত পর্যন্ত এশার ওয়াক্ত।[মুসলিম, মেশকাত, পৃ: ৫৯]
|
৪ রাকাত
|
৪ রাকাত
|
৪ রাকাত
|
২ রাকাত,৩ বিতর
|
২ রাকাত
|
No comments