নামাজের ওয়াক্ত ও রাকাত

নামাযের ওয়াক্ত রাকাত :
নামাজ ইসলাম ধর্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন  ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়নামাজ আদায়করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরয্‌ নামায ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ্‌ বাবিশ্বাসের পর নামাযই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ
কোন ওয়াক্ত-এর নামাজ কয় রাকাত তা দেয়া হল :
নাম
সময়
ফরযের পূর্বে সুন্নত
ফরয
ফরযের পর সুন্নত
সুন্নী
শিয়া
সুন্নী
শিয়া
ফযর(فجر)
সুবহে সাদিক হতে সূর্য ওঠার আগপর্যন্ত।
 রাকাত
 রাকাত
 রাকাত
-
 রাকাত
যোহর(ظهر)
সূর্য মাথার ওপর থেকে পশ্চিমে ঢলেযাওয়ার পর হতে শুরু করে যতক্ষণপর্যন্ত কোন জিনিসের ছায়া সেইজিনিসের সমান না হয় ততক্ষণ পর্যন্ত(মুসলিম)
 রাকাত
 রাকাত
 রাকাত
 রাকাত
-
আসর(عصر)
কোন জিনিসের ছায়া সমপরিমাণ হয়েযাবার পর দ্বিগুণ হতে শুরু করা থেকেসূর্য ডোবা পর্যন্ত [মুসলিম]
 রাকাত
 রাকাত
 রাকাত
-
-
মাগরিব(مغرب)
সূর্য ডোবার পর থেকে পশ্চিমআকাশের লাল আভা দূর না হওয়াপর্যন্ত (মুসলিমমেশকাত৫৯)
-
 রাকাত
 রাকাত
 রাকাত
 রাকাত
এশা(عشاء)
রসূলূল্লাহ (.) বলেনপশ্চিমআকাশের লাল আভা দূর হাবার পরঅর্ধেক রাত পর্যন্ত এশার ওয়াক্ত।[মুসলিমমেশকাতপৃ৫৯]
 রাকাত
 রাকাত
 রাকাত
 রাকাত, বিতর
 রাকাত



No comments

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.